Monday, October 19, 2015

What is charge?




Ans: Charge is an electrical property of the atomic particles of which mater consists, measured in coulombs (C).

The Electronic Charge , e = -1.602x10^-19 C
1 Coulombs = 1/1.602*10^-19 = 6.242x10^18

Thursday, October 1, 2015

প্রশ্নঃ সেকেন্ডারী সেল কি?


উত্তরঃ যে সেলের (ব্যাটারির) শক্তি শেষ হয়েগেলে পুনরায় একে কর্মক্ষম করা যায়তাকে সেকেন্ডারী সেল (ব্যাটারি) বলে অর্থাৎ যে সেলের (ব্যাটারির) চার্জ শেষ হলে পুনরায় চার্জ দিয়ে ব্যবহার করা যায় তাকে সেকেন্ডারী সেল (ব্যাটারি) বলে

যেখানে বেশি পাওয়ারের প্রয়োজন সেখানে সাধারণত সেকেন্ডারী সেল (ব্যাটারি) ব্যাবহার করা হয় যেমনঃ মোবাইল, ইমার্জেন্সি লাইট,.পি.এস, ইউ.পি.এস ইত্যাদি


প্রশ্নঃ প্রাইমারী সেল কি?


উত্তরঃ যে সেলের (ব্যাটারির) শক্তি শেষ হয়ে গেলে পুনরায় একে কর্মক্ষম করা যায় না তাকে প্রাইমারী সেল (ব্যাটারি) বলে অর্থাৎ যে সেলের (ব্যাটারির) চার্জ শেষ হলে পুনরায় চার্জ দিয়ে ব্যবহার করা যায় না তাকে প্রাইমারী সেল (ব্যাটারি) বলে

যেখানে অল্প পাওয়ারের প্রয়োজন সেখানে সাধারণত প্রাইমারী সেল (ব্যাটারি) ব্যাবহার করা হয় যেমনঃ ঘড়ি, রিমোট কন্ট্রোল, খেলনা ইত্যাদি