উত্তরঃ যে সেলের (ব্যাটারির) শক্তি শেষ হয়েগেলে পুনরায় একে কর্মক্ষম করা যায়তাকে সেকেন্ডারী সেল (ব্যাটারি) বলে। অর্থাৎ যে সেলের (ব্যাটারির) চার্জ শেষ হলে পুনরায় চার্জ দিয়ে ব্যবহার করা যায় তাকে সেকেন্ডারী সেল (ব্যাটারি) বলে।
যেখানে বেশি পাওয়ারের প্রয়োজন সেখানে সাধারণত সেকেন্ডারী সেল (ব্যাটারি) ব্যাবহার করা হয়।
যেমনঃ
মোবাইল, ইমার্জেন্সি
লাইট, আই.পি.এস, ইউ.পি.এস ইত্যাদি।




No comments:
Post a Comment