Thursday, October 1, 2015

ইঞ্জিনিয়ারিং পড়ালেখা

ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলী হচ্ছে সকল শিক্ষা এবং পেশার মধ্যে অন্যতম। একজন ভালো ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হতে হলে তাকে অবশ্যই প্রত্যেকটি বিষয় ভালো করে পড়াতে, লিখতে এবং বুঝতে হবে। তবে ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীদের প্রত্যেকটি বিষয়ের পড়া মুখুস্ত করার চেয়ে বুঝতে হয় বেশী। যদি ভালো করে বুঝতে না পারে তাহলে সেটা মুখুস্ত করলে বেশি দিন মনে থাকে না এবং বাস্তব জীবনে কোন কাজে আসে না। আবার কিছু পড়া আছে যেগুলো বুঝতেও হয় এবং মুখুস্তও করতে হয়। অর্থাৎ বুঝলে এবং বুঝে মুখুস্ত করলে সেটা কখনও মন থেকে মুছে যায় না।

ইঞ্জিনিয়ারিং পড়ালেখায় অনেক পরীক্ষা দিতে হয় এবং অনেক অংকের সমাধন করতে হয় যা অন্নান্য শিক্ষা ব্যবস্থায় নেই। যারা অংকে দুর্বল তাদের ইঞ্জিনিরিং-এ পড়তে এসে বিপাকে পরতে হয়। তবে ইচ্ছা থাকলে এবং চেষ্টা করলে অসম্ভব বলে কিছু থাকে না।

ইঞ্জিনিয়ারিং-এ অনেকগুলো বিভাগ (পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, অটোমোবাইল, আরএসি এবং কম্পিউটার) আছে যেগুলো বাস্তব জীবনে একটি আরেকটি ছাড়া চলতে না পারলেও কখোনও কখোনও শুধুমাত্র একটি আরেকটির উপর নির্ভর করতে হয়।

বাস্তব জীবনের সাথে তুলনা করলে প্রত্যেকটি পেশার মানুষ একে অপরকে ছাড়া চলতে পারেলেও সময়ের প্রয়োজনে একজন অন্য আরেক জনের উপর নির্ভর করতে হয়।

No comments:

Post a Comment