ইঞ্জিনিয়ারিং পড়ালেখায়
অনেক পরীক্ষা দিতে হয় এবং অনেক অংকের সমাধন করতে হয় যা অন্নান্য শিক্ষা ব্যবস্থায় নেই।
যারা অংকে দুর্বল তাদের ইঞ্জিনিরিং-এ পড়তে এসে বিপাকে পরতে হয়। তবে ইচ্ছা থাকলে এবং
চেষ্টা করলে অসম্ভব বলে কিছু থাকে না।
ইঞ্জিনিয়ারিং-এ অনেকগুলো
বিভাগ (পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, অটোমোবাইল, আরএসি এবং কম্পিউটার)
আছে যেগুলো বাস্তব জীবনে একটি আরেকটি ছাড়া চলতে না পারলেও কখোনও কখোনও শুধুমাত্র একটি
আরেকটির উপর নির্ভর করতে হয়।
বাস্তব জীবনের সাথে
তুলনা করলে প্রত্যেকটি পেশার মানুষ একে অপরকে ছাড়া চলতে পারেলেও সময়ের প্রয়োজনে একজন
অন্য আরেক জনের উপর নির্ভর করতে হয়।
No comments:
Post a Comment