Thursday, October 1, 2015

প্রশ্নঃ সুইচগিয়ার কী এবং কেন প্রয়োজন?



উত্তরঃ সুইচ গিয়ার বলতে কোন একক বস্তুকে বুঝায় না। সুইচগিয়ার বলতে সাধার‌ণত সুইচিং ব্যবস্থা, নিয়ন্ত্রণ, রক্ষাকারী ও মাপার সরঞ্জাম এবং এসকল সরঞ্জাম বসানোর বা স্থাপনের কাঠামো, কক্ষ এবং সংযোগের সমষ্টিকেবুঝায়।

বৈদ্যুতিক ব্যবস্থাকে শর্ট সার্কিট ও অন্যান্য ক্ষতির হাত থেকে রক্ষাকরা এবং নিয়ন্ত্রণে রাখার জন্য এবং স্বাভাবিক ও অস্বাভাবিক অবস্থায় বৈদ্যুতিক পাওয়ার সিষ্টেমকে অন বা অফ করার জন্য সুইচগিয়ার ব্যবহারকরা হয়।
http://engineeringporalekha.blogspot.com/

No comments:

Post a Comment