Saturday, November 7, 2015

প্রশ্নঃ বাসবার কী? অথবা বাসবার বলতে কি বুঝায়?


উত্তরঃ বাসবার মূলত কপার এবং অ্যালমুনিয়ামের (তামা) তৈরী লম্বা আকৃতির একটি পরিবাহী পাত বা রড, যা এক বা একাধিক সার্কিট হতে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ করে এবং এক বা একাধিক সার্কিটে বৈদ্যুতিক এনার্জি বিতরণ করে

বড় বহুতল ভবন, প্রতিষ্ঠান, কারখানা, মিল, ফ্যাক্টরির বৈদ্যুতিক ওয়্যারিং-এ অনেকগুলো সংযোগ বাসবার থেকে নেওয়া হয়।

বাসবার মূলত লোড বা কারেন্ট ধারন ক্ষমতার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন সাইজের হয়ে থাকে। বাসবারের পাতগুলি চওড়ায় ½”, ¾”, 1”, 1.5” বা 2” পর্যন্ত হতে পারে এবং পুরুত্ব 1/8” থেকে ½” বা কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অনুযায়ী আরও বেশী হতে পারে।



Friday, November 6, 2015

প্রশ্নঃ ঘরের মেঝে (বা ভুমি) থেকে বৈদ্যুতিক সুইচ বোর্ডের উচ্চতা সাধারণত কত হয়?



উত্তরঃ অনেকের মনে হতে পারে প্রশ্নের উত্তরটা আমরা নিজেরাই বের করতে পারি, যদি আমরা আমাদের বাসার সুইচ বোর্ডের উচ্চতা মেপে দেখি। আর এর জন্য কোথাও উচ্চতার মান খুজতে যেতে হবে না। কিন্তু আমাদের বাড়ীর সুইচ বোর্ডের উচ্চতা মেপে সঠিক মান পাবো না। কারণ অনেকে (যারা সম্পূর্ণ ইলেকট্রিক কাজ চুক্তিতে নিয়েছে) সুইচ বোর্ড লাগানোর সময় নিজের ইচ্ছে মত লাগিয়ে দেয়। এটি হতে পারে নিজের তৈরি করা মাপ। আবার অনেকের মনে হতে পারে সুইচ বের্ড লাগানোর আবার মাপ কি জন্য? এর উত্তর নিজের মাথা থেকে বের করতে হবে, যদি  বুঝতে পারি যে কোনো জিনিস বিসৃঙ্খলভাবে করা ভালো নাকি সুশৃঙ্খলভাবে করা ভালো?

অনেক কিছু আছে যার সঠিক মান বা পরিমাপ আছে। যে মান বা পরিমাপ দ্বারা সবাই কাজ করে। তেমনি ঘরের মেঝে (বা ভুমি) থেকে সুইচ বোর্ডের উচ্চতার একটি সঠিক মাপ আছে। ঘরের মেঝে (বা ভুমি) থেকে সুইচ বোর্ডের উচ্চতা সাধারণত 4' ( ফুট) থেকে 4.5" ( ফুট ইঞ্চি) হয়।



Thursday, November 5, 2015

প্রশ্নঃ বৈদ্যুতিক ওয়্যারিং প্রধানত কত প্রকার, কি কি এবং কোন স্থানে কোন ধরনের ওয়্যারিং ব্যবহার করা হয়?



উত্তরঃ বৈদ্যুতিক ওয়্যারিং প্রধানত তিন প্রকার। যথাঃ
) অভ্যন্তরীণ ওয়্যারিং (Internal Wiring)
) ওভারহেড ওয়্যারিং (Overhead Wiring)

এছাড়াও আরও কয়েক রকমের ওয়্যারিং আছে। যেমন ক্লিট ওয়্যারিং, কেসিং ওয়্যারিং, এম.এস ওয়্যারিং ইত্যাদি।

বাড়ি-ঘর, কল-কারখানা, অফিস-আদালত প্রভৃতি ছাদ বিশিষ্ট জায়গার ভেতরে বিদ্যুৎ সরবরাহের কাজে অভ্যন্তরীণ ওয়্যারিং (Internal Wiring) ব্যবহৃত হয়।

ঘরের বাইরে উচ্চ ভোল্টেজ সরবরাহের কাজে ওভারহেড (Overhead) আন্ডারগ্রাউন্ড (Undergound) ওয়্যারিং ব্যবহার করা হয়।

Wednesday, November 4, 2015

প্রশ্নঃ হাউজ ওয়্যারিং কি কাকে বলে অথবা হাউজ ওয়্যারিং বলতে কি বুঝায়?


উত্তরঃ ওয়্যারি শব্দের অর্থ হল তার ব্যবস্থা বা তার সাজানো

বিদ্যুৎ সরবরাহ দেয়ার উদ্দেশ্য তারের সুশৃঙ্খল সাজানো ব্যবস্থাকে ওয়্যারিং বলে

বাড়ি-ঘর, কল-কারখানা, অফিস-আদালত প্রভৃতি ছাদ বিশিষ্ট জায়গার ভেতরে যে ওয়্যারিং করা হয়, তাকে হাউজ ওয়্যারিং বলে