উত্তরঃ
বৈদ্যুতিক ওয়্যারিং প্রধানত তিন প্রকার। যথাঃ
বাড়ি-ঘর, কল-কারখানা,
অফিস-আদালত প্রভৃতি
ছাদ বিশিষ্ট জায়গার
ভেতরে বিদ্যুৎ সরবরাহের
কাজে অভ্যন্তরীণ ওয়্যারিং
(Internal Wiring) ব্যবহৃত হয়।
ঘরের বাইরে উচ্চ ভোল্টেজ সরবরাহের কাজে ওভারহেড (Overhead) ও আন্ডারগ্রাউন্ড (Undergound) ওয়্যারিং ব্যবহার করা হয়।
No comments:
Post a Comment