Saturday, November 7, 2015

প্রশ্নঃ বাসবার কী? অথবা বাসবার বলতে কি বুঝায়?


উত্তরঃ বাসবার মূলত কপার এবং অ্যালমুনিয়ামের (তামা) তৈরী লম্বা আকৃতির একটি পরিবাহী পাত বা রড, যা এক বা একাধিক সার্কিট হতে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ করে এবং এক বা একাধিক সার্কিটে বৈদ্যুতিক এনার্জি বিতরণ করে

বড় বহুতল ভবন, প্রতিষ্ঠান, কারখানা, মিল, ফ্যাক্টরির বৈদ্যুতিক ওয়্যারিং-এ অনেকগুলো সংযোগ বাসবার থেকে নেওয়া হয়।

বাসবার মূলত লোড বা কারেন্ট ধারন ক্ষমতার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন সাইজের হয়ে থাকে। বাসবারের পাতগুলি চওড়ায় ½”, ¾”, 1”, 1.5” বা 2” পর্যন্ত হতে পারে এবং পুরুত্ব 1/8” থেকে ½” বা কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অনুযায়ী আরও বেশী হতে পারে।



No comments:

Post a Comment