উত্তরঃ অনেকের মনে হতে পারে প্রশ্নের উত্তরটা আমরা
নিজেরাই বের করতে পারি, যদি আমরা আমাদের বাসার সুইচ বোর্ডের উচ্চতা মেপে দেখি। আর এর
জন্য কোথাও উচ্চতার মান খুজতে যেতে হবে না। কিন্তু আমাদের বাড়ীর সুইচ বোর্ডের উচ্চতা
মেপে সঠিক মান পাবো না। কারণ অনেকে (যারা সম্পূর্ণ ইলেকট্রিক কাজ চুক্তিতে নিয়েছে)
সুইচ বোর্ড লাগানোর সময় নিজের ইচ্ছে মত লাগিয়ে দেয়। এটি হতে পারে নিজের তৈরি করা মাপ।
আবার অনেকের মনে হতে পারে সুইচ বের্ড লাগানোর আবার মাপ কি জন্য? এর উত্তর নিজের মাথা
থেকে বের করতে হবে, যদি বুঝতে পারি যে কোনো
জিনিস বিসৃঙ্খলভাবে করা ভালো নাকি সুশৃঙ্খলভাবে করা ভালো?
অনেক কিছু আছে যার সঠিক মান বা পরিমাপ আছে। যে মান বা পরিমাপ দ্বারা সবাই কাজ করে। তেমনি ঘরের মেঝে (বা ভুমি) থেকে সুইচ বোর্ডের উচ্চতার একটি সঠিক মাপ আছে। ঘরের মেঝে (বা ভুমি) থেকে সুইচ বোর্ডের উচ্চতা সাধারণত 4' (৪ ফুট) থেকে 4.5" (৪ ফুট ৫ ইঞ্চি) হয়।

এনার্জি মিটার কত ফুট/মিটার উচ্চতায় হয়?
ReplyDeleteসুইচ বোর্ড কি ৪'৬" উপরে দেওয়া যাবে?
ReplyDelete170c
Deleteমেঝে থেকে পাওয়ার সকেটের উচ্চতা কত?
ReplyDelete70c
DeletePlay the Best Casino Games on Mapyro
ReplyDeleteNew Casino Bonuses and 청주 출장샵 Free Spins | 경기도 출장안마 Mapyro Play real money slots for fun or real money 오산 출장샵 at 광양 출장샵 New Casino Bonuses 울산광역 출장안마 for 2021!
খতিয়ান সম্পর্কে জানে অনেক উপকার হইসে।
ReplyDeleteএসএমবি কত মিটার
ReplyDelete